নিজস্ব প্রতিবেদক
টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফ ফুটবলের শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক দিচ্ছে সরকার।
আজ বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে।
দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক ও নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ নারী দল ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। এরপর ২০২৪ সালে একই প্রতিপক্ষকে আগের ভেন্যুতেই হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা পায় মেয়েরা।
বাংলাদেশ নারী দল ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। এরপর ২০২৪ সালে একই প্রতিপক্ষকে আগের ভেন্যুতেই হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা পান সাবিনারা। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে যান অনন্য এক উচ্চতায়।
মেয়েদের সফলতায় পুরো দেশ আনন্দে মেতে উঠেছিল। গতবারের মতো এবারও তাদের ছাদখোলা বাসে অভ্যর্থনা জানানো হয় এবং অসংখ্য পুরস্কারও পান তারা। কিন্তু সাফের আনন্দ কমে যায় কোচের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের কারণে। এর জেরে এমনকি গণ-অবসরের হুমকিও দেন কয়েকজন ফুটবলার। বাফুফে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।
একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন: চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর) এবং গবেষণায় মঈনুল হাসান।