নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করা হয়েছে। কমিশন ঘোষিত রুটম্যাপ অনুযায়ী সংলাপ চলছে। আগামী ১৬ ও ১৭ সাংবাদিক সমাজ এবং ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সেপ্টেম্বর মাসে শেষ হবে। এরপর শুরু হবে নারী ও এনজিওসহ অন্যদের সঙ্গে সংলাপ। সংলাপ থেকে পাওয়া সুপারিশ অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে। এছাড়া ভাটার তালিকা হালনাগাদ করা হয়েছে। তিনি বলেন, এ বছরই রংপুর, রাজশাহী, গাজীপুর, সিলেটসহ ছয়টি সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশন সচিব আরও বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সংকল্পবদ্ধ।
এর আগে নির্বচন কমিশন সচিব বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি গোপালগঞ্জের উদ্দেশে ফরিদপুর ত্যাগ করেন।