একাকীত্ব দূর করতে জড়িয়ে ধরার চাকরি!

 পপুলার২৪নিউজ ডেস্ক:
 

আপনি কি একাকীত্ব অনুভব করেন? সঙ্গী দূরে থাকে? মন খারাপ হলে সঙ্গ দেয়ার কেউ নেই? তা হলে এ সেবা শুধুই আপনার জন্য।

প্রথমে নিউইয়র্ক দিয়ে শুরু হলেও এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য তো বটেই অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে এ সেবা।

প্রথমে একাকী নারীদের জন্য জড়িয়ে ধরার সেবা চালু হলেও পরে তা পুরুষ ও নারী দুই ক্ষেত্রেই চালু হয়।

সম্পর্ক থাকলেও যারা একা, স্বামী বা স্ত্রী কাজের জন্য বাইরে, কিংবা সম্পর্কে নেই, তাদের কথা মাথায় রেখেই এ ‘কাডলিং সার্ভিস’ শুরু।

সমাজতাত্ত্বিক, মনোবিদরা বলছেন, আলিঙ্গন মন খারাপ কিংবা একাকীত্ব দূর করার সবচেয়ে বড় ওষুধ।

বছর দুয়েক আগে এ পরিসেবা প্রথম চালু হয় নিউইয়র্কে। তখন দর ছিল ঘণ্টাপ্রতি ৫৮০০ টাকা।

অস্ট্রেলিয়ায় এর খরচও মোটামুটি একই।

এই পরিসেবা নেয়া গ্রাহক ৪০ বছর বয়স্ক নারী সাসকিয়া ফ্রেডেরিকস বলেন, মাসে মাত্র কয়েক দিন তার স্বামী সঙ্গে থাকেন। একাকীত্ব বোধ করেন। তাই স্বামীর সঙ্গে পরামর্শ করেই এমনটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্লিজ আমাকে ভোট দিন: ঐশী
পরবর্তী নিবন্ধনয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন দেয়া যুবক শনাক্ত