একরাম হত্যা মামলার পরবর্তী স্বাক্ষ্য গ্রহণ ২৭ সেপ্টেম্বর

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় রবিবার ধার্য্য তারিখে মামলার কোন স্বাক্ষী হাজির হননি। আদালত আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেন। এদিন ৬জন আসামির পক্ষে তাদের স্ব স্ব আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করেন।

আদালত সূত্রের বরাত দিয়ে সরকারি কৌসূলী (পিপি) হাফেজ আহাম্মদ ও আসামী পক্ষের আইনজীবী আহসান কবীর বেঙ্গল জানান, রবিবার বেলা ১২টার দিকে একরাম হত্যা মামলার আসামীদের জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে আনা হয়। এদিন কয়েকজন স্বাক্ষী আদালতে হাজির হবার কথা থাকলেও রাষ্ট্রপক্ষ স্বাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে পারেননি। পিপি হাফেজ আহাম্মদ স্বাক্ষীদের হাজির করতে সময় প্রার্থনা করেন। আদালত ২৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

প্রসঙ্গত, ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে ২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমী এলাকার অধূনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে হত্যা করা হয়। বর্তমানে মামলাটির স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ চলছে। এ পর্যন্ত ৪৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও জেরা সম্পন্ন হয়। মামলার ৫৬ আসামীর মধ্যে ৪৬ জন গ্রেপ্তার হন।

এদের মধ্যে ২২ জন ফেনী কারাগারে, ৩ জন কুমিল্লা কারাগারে ও ২০ জন জামিন আছেন। অন্যতম আসামি রুটি সোহেল সম্প্রতি র‌্যাবের সাথে “বন্দুকযুদ্ধে” নিহত হন। অপরাপর আসামিরা রবিবার সকলে আদালতে হাজির ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইন্ট্রাকোর সৌর বিদ্যুৎ সরকার কিনবে ১২.৮০ টাকা দরে
পরবর্তী নিবন্ধকোরবানিতে মার্সেল ফ্রিজে ১০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়