ফেনী প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ফেনীর বহুল আলোচিত উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার নির্ধারিত দিনে বুধবার রাষ্ট্রপক্ষ দুইজন সাক্ষী হাজির করতে পারেননি। আদালত আগামী ৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেন।
আদালত সূত্রের বরাত দিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, বুধবার বেলা ১২টার দিকে মামলার আসামিদের জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে হাজির করা হয়। এদিন সাক্ষী বিলাস চন্দ্র সাহা ও মো. সোহেলের সাক্ষ্য প্রদানের কথা থাকলেও তাঁরা না আসায় রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করেন। গত ২৮ নভেম্বরও তাদের হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তারা আসেননি। আদালতে আসামি আব্দুল্লাহিল মাহমুদ শিবলু, মামুন, রুবেল, জাহিদুল ইসলামের পক্ষে তাদের আইনজীবী আহসান কবীর বেঙ্গল ও কামরুল হাসান জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করেন।
প্রসঙ্গত, ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি একরামুল হককে ২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকার অধুনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে হত্যা করা হয়। বর্তমানে মামলাটির সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে। এ পর্যন্ত ২১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়। মামলার ৫৬ আসামির মধ্যে ৪৫ জন গ্রেপ্তার হন। এদের মধ্যে ৩৩ জন ফেনী কারাগারে, চারজন কুমিল্লা কারাগারে এবং আটজন জামিনে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহাম্মদ বলেন, “সাক্ষীরা হাজির না হওয়ায় আদালতের কাছে সময় প্রার্থনা করা হয়েছে। “