পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির প্রকল্পসহ ১০ হাজার ৩৩১ কোটি টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সব প্রকল্প সরকারি খাত থেকে মেটানো হবে। একনেক সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পটি ৬ হাজার ৯২৩ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আরও ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।