একনেকে ৭ প্রকল্পের অনুমোদন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পাঁচ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক বৈঠকে ৭ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে পাঁচ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় হবে।

এর মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৪৫৫ কোটি, সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৫ কোটি ৯০ লাখ এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৭২৭ কোটি ১৬ লাখ টাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে ভূমিকম্প,আহত ২৪
পরবর্তী নিবন্ধপ্রসেনজিত্‌‌কে নিয়ে টুইট করলেন আমির খান