একনেকে ৬ হাজার ২শ কোটি টাকায় ৮ প্রকল্প অনুমোদন

সাইদ রিপন:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ২৭৬ কোটি ২৪ লাখ টাকা।
আজ মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বিস্তারিত জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেছেন, নতুন করে মহাসড়ক করার প্রয়োজন নেই। এবার রেলের উন্নয়নের দিকে নজর দিতে হবে। প্রকল্পগুলো বাস্তবায়নের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হবে ৩ হাজার ৩১৩ কোটি ৯২ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ২ হাজার ৯৬২ কোটি ৩২ লাখ টাকা।
পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের হুঁশিয়ারির পর ক্ষেপণাস্ত্র হামলা থেকে পিছু হটে ভারত
পরবর্তী নিবন্ধওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারি আগামী সপ্তাহে