একনেকে ছয় প্রকল্পের অনুমোদন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
1জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ছয় প্রকল্প অনুমোদিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, একনেকের বৈঠকে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ছয় প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকার অর্থায়ন করবে দুই হাজার কোটি টাকা। অবশিষ্ট অর্থ ভারতের ঋণ থেকে ব্যয় করা হবে। তিনি জানান, উল্লেখযোগ্য প্রকল্প হলো দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নির্মাণ এবং সড়ক অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ।

পূর্ববর্তী নিবন্ধডিএনসিসিতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধবিয়ের পর প্রথম ডিনার ডেটে যুবরাজ-হ্যাজেল