পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থান হয়েছে। একইসঙ্গে বেড়েছে আর্থিক লেনদেন। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমে গেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫৫৯১ পয়েন্টে। বুধবার এ সূচক কমেছিল ১৮ পয়েন্ট। এর আগে টানা ৭ কার্যদিবসের উত্থানে ২৭৬ পয়েন্ট বেড়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬২ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ১ হাজার ৫৩ কোটি ৬১ লাখ টাকার। এ হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯ কোটি ১৫ লাখ টাকা বা ০.৮৭ শতাংশ।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে ১১৮টি বা ৩৬.০৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫৬টি বা ৪৭.৭১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি বা ১৬.২১ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ৬৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স।
লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এ্যাপোলো ইস্পাত, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফরচুন সুজ, ডরিন পাওয়ার জেনারেশন ও আমান ফিড।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৫০৫ পয়েন্টে। বাজারটিতে ৬৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৫টির।
আগের দিন সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক ২০ পয়েন্ট কমেছিল। আর লেনদেন হয়েছিল ৬১ কোটি ৬৬ লাখ টাকার।