একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। আক্রান্ত রোগীর মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে। দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের মৃত্যু হয়েছে মহামারিতে। এক বছরেরও বেশি সময় ধরে চলমান বৈশ্বিক এই মহামারিতে দেশে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিসংখ্যান জানাতে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৩০ জুন এক দিনে ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যেটি ছিল এতদিন সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। আজকের পরিসংখ্যান অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে।

আজ করোনা আক্রান্তের দিক থেকেও দেশে রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করে ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

গতকাল সোমবার দেশে ৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়; যা একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল। আজকের পরিসংখ্যান গতকালের রেকর্ডকেও ছাপিয়ে গেল।

আজকের ৬৬ জন নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন হয়েছে।

গত একদিনে আরও ২ হাজার ৯৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিন নিয়ে স্বাস্থ্যবিধি না মানায় করোনায় আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ডাকাত গ্রেফতার