একদিনে ডিএসইর লেনদেন কমেছে ২৫১ কোটি টাকা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের শেয়ারবাজার আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের সামান্য উত্থানে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে পাশাপাশি লেনদেন কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে। একদিন ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিন থেকে ২৫১ কোটি বা ২৬ শতাংশ কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪৩ পয়েন্টে। পর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক এদিন ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭১ ও ১৯৩৮ পয়েন্টে।
গতকাল ডিএসইতে ৭১৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ২৫১ কোটি ২৬ লাখ ৯৭ হাজার টাকা বা ২৬ শতাংশ।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে ১৩১টি বা ৩৯.১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫২টি বা ৪৫.৩৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি বা ১৫.৫২ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। এ দিন কোম্পানির ৬০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা একটিভ ফাইনের ৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিবিএস কেবলস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫ পয়েন্টে। বাজারটিতে ৪৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধনওয়াজ শরিফের স্ত্রী আর নেই
পরবর্তী নিবন্ধআসন্ন নির্বাচন সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী