বিনোদন ডেস্ক :
দেশে সিনেমার সমস্যা নিয়ে সম্প্রতি রাজধানীতে ‘সিনেমার ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনার আয়োজন করে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)। সেখানে আলোচনায় আসে ঢাকাই মেগাস্টার শাকিব খান।
আলোচনায়ন কেনই বা আসবেন শাকিব, বিগত কয়েকবছর ধরে একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছেন ঢালিউড কিং খ্যাত এই নায়ক। গত বছরে ‘প্রিয়তমা’র পর এ বছরেও ব্লকবাস্টার ছিল শাকিব খানের ‘তুফান’। ছবিটি নিয়ে ব্যাপক মাতামতি ও সাফল্যের পর নিজের দাপটটি দেখিয়েছেন নায়ক নিজে। তার আরেক নতুন ছবি ‘রাজকুমার’ও ছিল দর্শকদের পছন্দের তালিকায়। এবার প্রেক্ষাগৃহে আসছে ‘দরদ’। যেই ছবির কিছু ঝলকে শাকিবের নতুন লুক দেখার পর আর যেন তর সইছে না শাকিব ভক্তদের।
শাকিবের গুণাবলি নিয়ে দেশের প্রবীণ শিল্পীরাও তারিফ করেন। ‘সিনেমার ভবিষ্যৎ’ নামের ওই আলোচনায় শাকিবকে নিয়ে কথা বলেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াত।
এই প্রবীণ নির্মাতার কথায়, ‘শাকিবের প্রতি মানুষ আগ্রহ দেখায়। সে ১০০-তে ১০০ কিন্তু অন্যরা মাত্র ১০। এই একটি ছেলে সিনেমাকে দীর্ঘবছর ধরে টিকিয়ে রেখেছেন। তবে একজন দিয়ে ইন্ডাস্ট্রি আর কতদিন টিকবে?’
কাজী হায়াত বলেন, ‘শাকিব এমন একটা ছেলেই আছে যার ছবির প্রতি মানুষের আগ্রহ দেখা যায়, হল মালিকরা অপেক্ষায় থাকে। এজন্য শাকিবকে দিয়ে মুক্তির আগে কমপক্ষে তিন কোটি টাকা তোলা সম্ভব।’
আলোচনা সভায় প্রযোজক, পরিচালক থেকে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে চলচ্চিত্রে শাকিবের অবদানই উঠে আসছিল।