এএসপি হত্যা : মানসিক হাসপাতালের রেজিস্ট্রার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ।

দুপরে এক সংবাদ সম্মেলনে ডিসি হারুন বলেন, এ মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এরমধ্যে ৫ জন ১৬৪ ধারায় জবানবন্দিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনের নাম বলেছে। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ান বিগ ব্যাশে সাকিবের জন্য দরজা বন্ধ
পরবর্তী নিবন্ধআসিফ নজরুল করোনায় আক্রান্ত