এই র‍্যালি শুধু বিএনপির নয়, সাধারণ মানুষের: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

আজকের র‍্যালির যে ঐক্য তা শুধু বিএনপির জন্য নয়, এই র‍্যালি সাধারণ মানুষের বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (৮ নভেম্বর) নয়াপল্টনে ‘জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত গণ-র‍্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এজেড এম জাহিদ হোসেন বলেন, জাতীয় বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আমরা আজকে যে র‍্যালির আয়োজন করেছি সেখানে আমরা সবাই মিলে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যাব।

তিনি বলেন, আজকের এই র‍্যালির ঐক্য শুধু বিএনপির জন্য নয়, এই র‍্যালি সাধারণ মানুষের। যেভাবে সিপাহি জনতার বিপ্লবের সময় জনতা র‍্যালি করেছিল। একইভাবে আজকের এই র‍্যালি করা হচ্ছে। এই র‍্যালি উপলক্ষে সাধারণ জনতাকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

গণ-র‍্যালির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গণ ও জাতীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআমস্টারডামে ফুটবল ম্যাচের পর ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা
পরবর্তী নিবন্ধস্বৈরশাসক ও তার দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে: তারেক রহমান