পপুলার২৪নিউজ ডেস্ক:
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই মুহূর্তে চাই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশে স্থিতিশীলতা কখনো ফিরে আসবে না।
তবে আমি মনে করি, নির্বাচন কমিশন যতই ভালো হোক সরকার যদি ভাল না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুই বছর কারাগারে থাকার পর আজ আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন মান্না।
মাহমুদুর রহমান মান্না বলেন, টেলিফোন কথোপকথনে রাষ্ট্রদ্রোহমূলক কোনো কথা আমি বলিনি। টেলিফোনের সব কথা আমার নয়। এখানে টেম্পারিং হতে পারে। সাদেক হোসেন খোকা ছাড়া কথোপকথনের অন্য ব্যক্তিটি কে তা এখনো আমি জানি না। তার সঙ্গে এই টেলিফোন আলাপের আগে কখনো আমার কথা হয়নি। তিনি আরো জানান, নাগরিক ঐক্য গণতন্ত্রের জন্য যে সংগ্রাম শুরু করেছিল সেটা অব্যাহত থাকবে।