এই বিদায় জার্মানির বিপক্ষে সেই হারের চেয়েও হতাশার: পাওলিনহো

পপুলার২৪নিউজ ডেস্ক :

রাশিয়া বিশ্বকাপকে বিদায় জানিয়েছে আসরের অন্যতম ফেভারিট দল ব্রাজিল।

শুক্রবার রাতে রাশিয়া বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে ৬ষ্ঠ শিরোপার স্বপ্ন ভঙ্গ হলো। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপের পঞ্চম শিরোপা ঘরে তুলেছিলো ব্রাজিল।

২০১৪ সালের বিশ্বকাপ আসরেও ফেভারিট ছিল ব্রাজিল। কিন্তু ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটির সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে ঐ আসরেই। ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হতে হয় নেইমার-মার্সেলোদের।বিশ্বকাপের ইতিহাসে এত বড় ব্যবধানে আর কখনো হারেনি ব্রাজিল।

কিন্তু ২০১৪ সালের সেই হারের চেয়েও বেলজিয়ামের বিপক্ষে হারটাকেই সবচেয়ে বেশি হতাশার মনে করছেন ব্রাজিলের মিডফিল্ডার পাওলিনহো। গতকাল ম্যাচ শেষে তিনি বলেন, আমার কাছে দু’টোই অনেক কঠিন। ২০১৪ সালের সেই ম্যাচটা ছিল অনেক বেশি জটিল ও হতাশার। তবে এবারের বাদ পড়াটা তার চেয়েও বেশি হতাশার।

এ সময় পাওলিনহো আরও বলেন, আমরা যেভাবে বিদায় নিলাম তা মেনে নেওয়া কঠিন। একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি। পারফরম্যান্সে নিঃসন্দেহে আমরা তাদের ছাড়িয়ে গেছি কিন্তু জিততে পারিনি! এটা হতাশার। সবাই জানে এটা অনেক বড় একটি আসর। আমি অনেক পরিশ্রম করেছি। কিন্তু ফল পেলাম না!

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৩০
পরবর্তী নিবন্ধরাতে বাসায় ‘ডেটিং’ করতে গিয়ে ধরা পড়লেন রণবীর-আলিয়া!