এই নির্বাচন নজির হয়ে থাকবে: মনিরুল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।

নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করে ভোট কক্ষে যান তিনি। ভোট দিয়ে বের হয়ে মনু বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। এ নির্বাচন একটি নজির হয়ে থাকবে।’

ফলাফল যাই হোক, সেটা মেনে নেবেন বলে মন্তব্য করেন তিনি। তবে মনিরুল ইসলাম মনু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিএনপি প্রার্থীর অভিযোগগুলোর কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন তিনি।

এদিকে ভোট কেন্দ্রের সামনে টেবিল পেতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোটার স্লিপ দেয়া হচ্ছে। তবে বিএনপি প্রার্থীর পক্ষে এমন তৎপরতা নেই। সকাল ঠিক নয়টায় এই কেন্দ্রে প্রবেশ করেন ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ সেন্টু।

ঢাকা-৫ আসনে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)। গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত।

 

পূর্ববর্তী নিবন্ধভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
পরবর্তী নিবন্ধঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোটগ্রহণ চলছে