এই ট্রফি পুরো বাংলাদেশের, এটি বাড়ি আসছে : ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক:

ঋতুপর্ণা চাকমার ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া
বাংলাদেশের সাফ শিরোপা ধরে রাখার পেছনে অন্যতম বড় অবদান ঋতুপর্ণা চাকমার। টানা দ্বিতীয় সাফ শিরোপা জেতার পথে জয়সূচক গোলটি এসেছে তার পা থেকেই। বাংলাদেশ দলের তারকা এই উইঙ্গার বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে নেপালের রক্ষণভাগকে পুরোটা সময় রীতিমতো নাচিয়েছেন। আসরজুড়েই বামপ্রান্তে প্রতিপক্ষের ভয়ের কারণ ছিলেন ঋতু।

বাংলাদেশ শিরোপা ধরে রাখতে পেরেছে। নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কীর্তি গড়েছে মেয়েরা। এমন অর্জনে অবদান রাখা ঋতু পেয়েছেন আসরের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের খেতাব। ফাইনালের পর নেচে-গেয়ে শিরোপা উদযাপন করেছেন সতীর্থদের সঙ্গে। যা ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।

শিরোপা জয়ের রেশ সহজে শেষ হওয়ার নয়। রাতের উল্লাস শেষে সকালেও সরব ঋতু। ভক্তদের সকালের শুভেচ্ছা জানিয়ে ঋতু লেখেন, ‘এটি বাড়ি আসছে।’ জুড়ে দেন শিরোপার সঙ্গে নিজের হাসিমাখা লাস্যময়ী ছবি।

এর আগে শিরোপা জয়ের পর দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতু। তিনি বলেন, ‘অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা দেশ থেকে আমাদের জন্য মন থেকে দোয়া ও আশীর্বাদ করেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদেই আমরা আজ চ্যাম্পিয়ন। এই ট্রফিটা শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের।’

পূর্ববর্তী নিবন্ধস্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫, রাষ্ট্রীয় শোক ঘোষণা
পরবর্তী নিবন্ধএবার বাবাকে বাঁচাতে গাড়ি কিনে দিলেন সালমান