এইচএসসির ফরম পূরণের অর্থ ফেরত পাবেন পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় ফরম পূরণের সময় দেয়া অর্থের কিছু অংশ ফেরত পাবেন পরীক্ষার্থীরা।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের ফল প্রকাশের সময় তিনি এ কথা জানান।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এবার পরীক্ষা ছাড়াই জেএসসি এবং এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে
পরবর্তী নিবন্ধ৩১ পৌরসভা ও ৪ উপজেলার আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা