উপজেলা পর্যায়ে ওএমএসে চাল-আটা বিক্রি শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পর্যায়ে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু হচ্ছে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) থেকে।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সারা বছরই চালু আছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে উপজেলা পর্যায়ে এক হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে ওএসএম চালু হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ওএমএস চলবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধদিনাজপুরে শীতের তীব্রতায় বীজতলা নিয়ে চিন্তায় কৃষক
পরবর্তী নিবন্ধজার্মানিতে গত ২৪ ঘণ্টায় লাখের বেশি সংক্রমণ