মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতীজনিত বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দিয়েছে মুকসুদপুর প্রেসক্লাব।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ “বিজয়” সভাকক্ষে তাকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান।
মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক শরীফুল রোমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুসাইন আহমদ কবির, সদস্য মেহের মামুন, পরেশ বিশ্বাস ও ইসমাইল হোসেন পান্নু মাতুব্বর প্রমূখ। আলোচনা সভাশেষে বিদায় অতিথি মো: আজিজুর রহমানকে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।