উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত, সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ বন্ধ

টেকনাফ প্রতিনিধি : উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের যাতায়াত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারসহ নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে সেন্টমার্টিনে যাতায়াত ফের শুরু হবে। এছাড়া দ্বীপে ভ্রমণে গিয়ে আসতে না পারা পর্যটকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো নজরে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাতৃভাষা দিবস উপলক্ষে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধকরোনা আক্রান্ত জাস্টিন বিবার, কনসার্ট বাতিল