উন্নয়নের পক্ষে প্রাপ্য কাভারেজ চাই : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে গণমাধ্যমের কাছে নিজেদের প্রাপ্য কাভারেজ প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আমন্ত্রিত বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে প্রাপ্য কাভারেজ চাই এর বেশি কিছু চাই না। যা আছে আমাদের সেটুকুই দিন।

তিনি বলেন, ‌‘আমরা এটাও বলি না যে বিএনপিকে কাভারেজ দিয়েন না। তাদেরও দিন।’

বিস্তারিত আসছে..

পূর্ববর্তী নিবন্ধহুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ পেলেই ব্যবস্থা
পরবর্তী নিবন্ধকূটনীতিকদের ভেবেচিন্তে কথা বলা উচিত : ইসি