উদ্ধার হওয়া পদ্মগোখরা বনে অবমুক্ত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় অহনা পাড়া নামক এলাকা থেকে একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিলুপ্ত প্রজাতীর বিষাক্ত এই সাপ উদ্ধার করে হাটহাজারীর বনে অবমুক্ত করা হয়।
হাটহাজারী উপজেলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষযটির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, হাটহাজারীর অহনা পাড়া এলাকার লোকালয়ে পদ্মগোখরা সাপ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের স্নেক রেসকিউ টিমের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে গভীর বনে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাগেরহাটের শরণখোলায় দেওয়াল ধসে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু