উত্তর কোরীয়দের ভিসা ফ্রি সুবিধা বাতিল করবে মালয়েশিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভিসা ফ্রি সুবিধা নিয়ে উত্তর কোরীয়দের মালয়েশিয়া প্রবেশের সুযোগ বাতিল করতে যাচ্ছে দেশটি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামকে কুয়ালালামপুরে বিষ প্রয়োগে হত্যার ঘটনায় উভয় দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে মালয়েশিয়া।

আগামী সপ্তাহেই ভিসা ফ্রি সুবিধা বাতিল করা হবে বলে জানিয়েছে মালয়েশীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বারনামা।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদির বরাতে বারনামা জানিয়েছেন, আগামী ৬ মার্চ থেকে জাতীয় নিরাপত্তার কারণে উত্তর কোরীয় নাগরিকদের ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে।

মালয়েশিয়া হচ্ছে হাতেগোনা সেই সব দেশের একটি যেখানে ভিসা ছাড়াই উত্তর কোরীয়রা প্রবেশ করতে পারতো।

অন্যদিকে পারমাণবিক অস্ত্রধারী কঠোর গোপনীয়তা পালনকারী দেশ উত্তর কোরিয়াতে মালয়েশীয়রাও ভিসা ছাড়াই প্রবেশ করতে পারতো।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : ফখরুল
পরবর্তী নিবন্ধআলিয়া ভাটকে সপরিবারে হত্যার হুমকি!