পপুলার২৪নিউজ ডেস্ক:
পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটানোর সময় উত্তর কোরিয়ায় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন। জাপানের টিভি চ্যানেল আসাহি এ খবর জানিয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, চলতি মাসে উত্তর কোরিয়ার পাঙ্গি-রি এলাকায় ফের একটি শক্তিশালী হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই এলাকায় এর আগেও একবার পরীক্ষামূলক হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
গত ৩ সেপ্টেম্বর ঘটানো বিস্ফোরণে অত্যধিক শক্তিশালী একটি হাইড্রোজেন বোমায় এলাকাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্যাটেলাইট ছবিতে পুরো একটা পর্বত দেবে যাওয়ার ছবিও ধরা পড়ে।
প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল পাঙ্গি-রি এলাকায় ১০০ শ্রমিক টানেলের কাজে নিযুক্ত ছিলেন। হাইড্রোজেন বোমা বিস্ফোরণের কিছুক্ষণ পরেই ধসে পড়ে টানেল। আর এতে চাপা পড়েন টানেলের ভেতরে থাকা হতভাগা ১০০ শ্রমিক। পরে তাদের উদ্ধার করতে কয়েকশ উদ্ধারকর্মী ওই টানেলে প্রবেশ করার পর সেটিও দেবে যায়। এতে আরও শতাধিক মানুষ নিহত হন।