উত্তরায় বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে ভার্সেটাল গার্মেন্টের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

দক্ষিণখান মোল্লারটেকসংলগ্ন ওই কারখানার শ্রমিকরা মঙ্গলবার বেলা ১১টার দিকে আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

ভার্সেটাল গার্মেন্ট কারখার অপারেটর মজনু জানান, পূর্ব ঘোষণা এবং বকেয়া বেতন পরিশোধ না করেই ১২০০ শ্রমিকের মধ্যে ৩০০ ছাঁটাই করেছে। তাই আমরা বাধ্য হয়ে পুনঃনিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক জানান, শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশের তরফ থেকে মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ৪৫ ভারতীয় নাবিককে ফেরাচ্ছে ইউএস-বাংলা
পরবর্তী নিবন্ধডিএমপি কমিশনারকে ঘুষের প্রস্তাব : সেই যুগ্ম-কমিশনার বদলি