উত্তরায় বাসচাপায় সংগীত পরিচালক পারভেজ রব নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরায় বাসচাপায় কণ্ঠশিল্পী আপেল মাহমুদের ছোট ভাই সংগীত পরিচালক পারভেজ রব (৫৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারভেজ রব বাসা থেকে কিছুটা দূরে ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে ভিক্টর ক্লাসিক (ঢাকা মেট্রো ব-১২-০৯৬৩) নামে একটি বাসের ধাক্কায় তিনি আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল এবং পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজ রব একজন সংগীতশিল্পী। তিনি সংগীতাঙ্গনে ওস্তাদ পারভেজ রব নামেও পরিচিত।

তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাঠের পরিবর্তে গ্যাস ব্যবহারের অনুমতি পেল বিজিবি
পরবর্তী নিবন্ধমহাখালীতে বাসের ধাক্কায় নারী নিহত