উত্তরাঞ্চলে পণ্য পরিবহন কর্মবিরতি চলছে

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধসহ সাত দফা দাবি আদায়ে দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি শুরু হয়েছে।

শনিবার বিকালে উত্তরবঙ্গ ট্রাক, ট্র্যাঙ্ক লরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মসূচির ডাক দেয়।

এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাস্তায় কোনো পণ্যবাহী পরিবহন চলাচল করছে না।

কমিটির আহবায়ক আবদুল মান্নান আকন্দ  বলেন, সাত দফা দাবিতে শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি শান্তিপূর্ণভাবে চলছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি না মানলে লাগাতার কর্মসূচি দেয়া হবে।

তিনি জানান, যানবাহনের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, অবিলম্বে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আবেদন প্রত্যাহার, ২০১৭ সালের মন্ত্রিসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএবার পরিচালকের ভূমিকায় কঙ্গনা
পরবর্তী নিবন্ধশিক্ষকতায় কিছু অসৎ লোক ঢুকে গেছেন:শিক্ষামন্ত্রী