উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরখানে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ সুফিয়া (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হল।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। সুফিয়ার শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢামেকে চিকিৎসাধীন থেকে আজিজুল ও বিকাল ৫টার দিকে তার স্ত্রী মুসলেমার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারিপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হন। তাদের মধ্যে দুজন শনিবার বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান। আজ সকালে আরও একজনের মৃত্যু হল।

আগুনে অন্য দগ্ধরা হলেন- মো. ডাবলু মোল্লা (৩৩), তার স্ত্রী আঞ্জু আরা (৩৩), ছেলে আবদুল্লাহ সৌরভ (৫), আঞ্জু আরার ভাই মো. আজিজুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মুসলেমা (২৫), আঞ্জু আরার ফুফু সুফিয়া, সুফিয়ার মেয়ে আফরোজা (২০) ও আফরোজার ছেলে মো. সাগর (১৫)। তাদের সবার বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার লামকান গ্রামে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে আঞ্জু আরা ও আবদুল্লাহ ছাড়া সবার শরীর ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পাহাড় ও দেয়ালধসে মা-মেয়েসহ নিহত ৪
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী