উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

জেলা প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে (শফি উল্লাহ কাটা ক্যাম্প) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৯জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেখানে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক।

তিনি জানান, ১৬ নং ক্যাম্পের জি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধডা. মুরাদের বিরুদ্ধে স্ত্রীর করা জিডি তদন্তের নির্দেশ
পরবর্তী নিবন্ধউত্তর আমেরিকায় ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ড্যানবি’র সঙ্গে ব্যবসায়িক চুক্তি