উখিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ৩ রোহিঙ্গা নিহত

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

কক্সবাজারে উখিয়া উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে পিকআপভ্যানচাপায় অটোরিকশায় থাকা তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন-মোহাম্মদ আইয়ুব (১৭), তার ভাই মোহাম্মদ নুর (২৫) ও আবদুল হোছাইন (৩০)। এরা সবাই টেকনাফের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

সোমবার দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

নয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই শরীফ হাসান জানান, টেকনাফের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শিবির থেকে উখিয়ায় অটোরিকশায় বালুখালী শরণার্থী শিবিরে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

সেটি হোয়াইক্যং নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশায় চাপা দেয়।

এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুই রোহিঙ্গা নিহত হন। এসময় আহত হয় পাঁচজন।

আহতদের উদ্ধার করে হোয়াইক্যং চাকমারকূল রোহিঙ্গা শরণাথী শিবিরে সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আবদুল হোছাইনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধইসির সহকারী পরিচালক আশাদুল বরখাস্ত
পরবর্তী নিবন্ধবেডরুমে উষ্ণতায় মোনা বৌদি