উইকেট বিবেচনায় ১০-১৫ রান কম করেছি: সাকিব

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হলো বাজে হারে। বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়ে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কার পর বাংলাদেশের বিপক্ষে পাওয়া এই জয়ে আফগানিস্তান প্রথম দল হিসেবে উঠেছে সুপার ফোরে।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের জন্য ম্যাচটি ছিল বিশেষ গুরুত্বের। টি-টোয়েন্টি অধিনায়কত্বের দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু হয় এই ম্যাচ দিয়ে। সঙ্গে আজকের ম্যাচ দিয়ে শততম টি-টোয়েন্টির এলিট ক্লাবে নামও তোলেন তিনি। কিন্তু মাইলফলক ছোঁয়া ম্যাচটি জয়ে রাঙাতে পারেননি সাকিব।

পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব ম্যাচ হারের কারণ জানাতে গিয়ে বলেছেন, ‘এটা সব সময়ই কঠিন যখন আপনি ৪ উইকেট হারিয়ে ফেলবেন প্রথম ৫-৬ ওভারে। উইকেট বিবেচনায় আমরা ১০-১৫ রান কম করেছি। আমি মনে করি বোলাররা স্বল্প পুঁজি নিয়েও অসাধারণ বোলিং করেছে। প্রথম ১৫ ওভার দারুণ কেটেছে বোলারদের। পরের ৩-৪ ওভারেই তারা আমাদের থেকে ম্যাচটি বের করে নিয়েছে। তাদের ক্রেডিট দিতে হবে যেভাবে ম্যাচটি জিতেছে । ’

আগে ব‌্যাটিং করে বাংলাদেশ মাত্র ১২৭ রান তোলে ২০ ওভারে। জবাবে ৯ বল হাতে ৭ উইকেটে জয় পায় আফগানিস্তান।

এর আগে শারজাহতে দুই টি-টোয়েন্টি খেলে দুটিতেই হেরেছিল বাংলাদেশ। আগের দুইবারই উইকেট পড়তে ভুল করেছিল বাংলাদেশ। একাদশ সাজায় ভুল পরিকল্পনায়। আজ তেমন কিছুই দেখা গেল। বল উইকেটে গ্রিপ করছিল। স্লো হয়ে যাচ্ছিল। অসমান বাউন্সের কারণে বল উচুঁ-নিচুও হচ্ছিল। এমন উইকেটে তিন পেসার নিয়ে একাদশ সাজানো ভুল সিদ্ধান্ত হয়েছে কিনা তা প্রশ্নই থেকে যাবে। অথচ আফগানিস্তান তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল ঠিকই।

বাংলাদেশ শুরুতেই ২৮ রানে ৪ উইকেট হারায়। নাঈম, এনামুল ও সাকিবকে আউট করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া মুজিব-উর-রহমান। এরপর রশিদ খান মুশফিককে আউট করেন। মাহমুদউল্লাহ ও আফিফ চেষ্টা চালালেও খুব বেশি দৃঢ়তা দেখাতে পারেননি।

বাংলাদেশের ইনিংস একাই টেনেছেন মোসাদ্দেক। ৩১ বলে করেছেন ৪৮ রান। তার ইনিংস নিয়ে সাকিব বলেছেন, ‘আমরা মোসাদ্দেকের মতোই একটি ইনিংসের প্রত্যাশা করছিলাম। টি-টোয়েন্টি ম্যাচে যে থিতু হয়ে যাবে তার দায়িত্ব শেষ পর্যন্ত খেলে আসা। মোসাদ্দেক আমাদের হয়ে সেই কাজটাই করেছিল। কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। আমাদের ব্যাটসম্যানদের আরও অবদান রাখা উচিত ছিল।’

স্বল্প পুঁজি নিয়ে আফগানিস্তানকে দারুণ জবাব দেয় বাংলাদেশ। ১৩ ওভারে মোহাম্মদ নবী যখন আউট হন তখন তাদের রান ৬২। সেখান থেকে নাজিবুল্লাহ জারদান ও ইব্রাহিম জারদান ম্যাচ ঘুরিয়ে দেন। ৪১ বলে ৪২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ইব্রাহিম। ১৭ বলে ৪৩ রান করেন নাজিবুল্লাহ।

 

পূর্ববর্তী নিবন্ধশিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধগাড়ি থেকে জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার