ঈশ্বরগঞ্জে কৃষক হত্যায় ৩ ভাইসহ চারজনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষক আবুল কালামকে হত্যার দায়ে তিন ভাইসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচার মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার আলী হোসেন ওরফে শুকুর আলীর ছেলে মো. আবুল হোসেন, মো. রমজান আলী ও মো. নুরুল ইসলাম এবং নান্দাইল উপজেলার আবুল কাশেমের ছেলে মো. উজ্জল মিয়া।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কবীর উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৩ জুলাই কৃষক আবুল কালামকে স্থানীয় খালবলা বাজার থেকে বাড়ি ফেরার পথে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার ছয়দিন পর ৯ জুলাই পাঁচজনের নাম উল্লেখ করে নিহতের ছেলে মো. শরীফুল আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবৃদ্ধি অর্জনে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ছাড়াবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে হারানো মোবাইল উদ্ধার