ঈদ শেষে নগরে ফিরছে মানুষ


মুজিব উল্ল্যাহ্ তুষার:

এবারের ঈদে ছিল দীর্ঘ ছুটি। সেই ছুটি উপভোগ করে এখন কর্মস্থলে ফেরার চাপ
কর্মজীবী মানুষদের। গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে তাই
নগরীতে ফিরতে হচ্ছে তাদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, নৌ ও রেলপথে
পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রাম নগরীতে ফিরছেন কর্মজীবীরা।
শনিবার (৮ জুন) সকালে নগরীর রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের নগরীতে
ফিরতে দেখা যায়। তবে শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় ফিরতি লোকজনের চাপ কম।
কক্সবাজার থেকে ফেরা যাত্রী সৈকত জানান, ভিড় না থাকায় চট্টগ্রামে ফেরা
স্বস্তিদায়ক হলেও অতিরিক্ত ভাড়া আদায় করছে গাড়িগুলো। তিনি একটি প্রাইভেট
ফার্মে চাকরি করেন। আগামীকাল থেকে অফিস করতে হবে তাই বেশি ভাড়া দিয়ে হলেও আসতে
হয়েছে।
ফাহামিদা নামে এক যাত্রী বলেন, স্টেশনে শ্রমিক সংকটের কারণে ট্রেন থেকে
মালামাল নামাতে সমস্যা হয়েছে। এছাড়া আর কোনো সমস্যা হয়নি।
এদিকে বাসে, লঞ্চে ও ট্রেনে করে লোকজন বন্দরনগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছে।
শনিবার সকালে  নগরীর বহদ্দারহাট, কদমতলী বিআরটিসি টার্মিনাল, গরীবুল্লাহ শাহ
মাজার সংলগ্ন দূরপাল্লার বাস স্টেশন ও শুভপুর বাস টার্মিনালে বাসে করে নগরীতে
ফিরতে দেখা গেছে কর্মজীবী মানুষদের। তবে বাস টার্মিনালগুলোতে এখনও যাত্রীর চাপ কম।
বহদ্দারহাট টার্মিনালের শ্যামলী কাউন্টারের ম্যানেজার আবুল কালাম বলেন,
আগামীকাল ছুটি শেষ হলে যাত্রীর চাপ বাড়বে।
শুভপুর টার্মিনালে এনা ট্রাভেলসের ম্যানেজার আশিকুর রহমান বলেন, কুমিল্লা ও
ফেনী থেকে আজ সকালে যাত্রীবোঝাই বাস চট্টগ্রাম এসেছে।
এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঈদ
শেষে চট্টগ্রামে ফিরছে কর্মজীবী মানুষ।
অন্যদিকে আজও কিছু মানুষ নগরী থেকে দেশের বাড়ি যেতে ভিড় করেন রেল ও বিভিন্ন
বাস টার্মিনালগুলোতে।

পূর্ববর্তী নিবন্ধমরলে নিজের দেশের বিমানেই মরব: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারালো ভারত