বিনোদন ডেস্ক:
নতুন প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক রুবেল রহমান। এবারের ঈদ উপলক্ষে তিনি শ্রোতাদের ‘যদি সবকিছু ভুলে’ শিরোনামের নতুন একটি গান উপহার দিলেন। গানটির কথা লিখেছেন কাজী ইকবাল। সুর করেছেন আলি আফতাব লনি। সংগীত পরিচালনাছিলেন মুশফিক লিটু এবং হাজী বাবু।
রুবেল রহমানের গাওয়া গানটি আজ (২১ মার্চ) বিকেল ৩টায় ‘জি সিরিজ’র ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গায়ক রুবেল গানটি প্রসঙ্গে বলেন, ‘ঈদে সংগীতপ্রেমীদের জন্য এ গানটি আমার পক্ষ থেকে ঈদ উপহার।’
গায়ক আরও বলেন, ‘দারুণ কথার গানটির সুরও অসাধারণ হয়েছে। আমি আমি মনের মতো করে গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’