অনলাইন ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বার্তায় এই শুভেচ্ছা জানান তারা।
ওই বার্তায় ট্রাম্প বলেন, ‘এক মাসের রোজার প্রতিফলন হচ্ছে এই ঈদ এবং দৈনন্দিন জীবনে এটি আবারও মানুষের জীবনে আনন্দ এবং ভালোবাসার অনুভূতি ফিরিয়ে আনে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি ও মেলানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানাচ্ছি। এটা ক্ষমাশীলতা দেখানোর সময়। এর মাধ্যমে নিজেদের মধ্যে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পাওয়া যায়।’
এদিকে মুসলিম বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও। তিনি বলেছেন, ‘ঈদ-উল-ফিতর মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিদেশে মুসলিম ও অ-মুসলিমদের মনে করিয়ে দেয়, সারা বছর রমজানের শিক্ষা ও সারমর্ম বজায় রাখতে হবে। শান্তি বজায় রাখতে হবে, দুর্গতদের পাশে দাঁড়াতে হবে, বৈচিত্র্যকে শ্রদ্ধা করতে হবে এবং অন্যদের সঙ্গে ভাবের আদান-প্রদান করতে হবে।’