ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে:আইজিপি

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। সব হুমকি মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, যাত্রী নিরাপত্তা ও পরিবহনের নিরাপত্তা ঠিক মতো দিচ্ছি। কোথাও কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, মলমপার্টি, অজ্ঞান পার্টি এমন কোনো খবর পাওয়া যায়নি। নিরাপত্তার পাশাপাশি যানজটে পড়ে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সে ব্যবস্থা আমরা করেছি। সড়ক মন্ত্রণালয় যথেষ্ট কাজ করেছে। তারপরেও কিছু কিছু জায়গায় অমসৃণ হওয়ার কারণে কোথাও কোথাও গাড়ি শ্লথ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, রাস্তায় বড় কোনো সমস্যা নেই, কোথাও যানজট নেই। আমরা সকলে মিলে কাজ করছি। আশা করি আগামী দুই দিনও সমস্যা হবে না।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবই সন্ত্রাসে মদদ দিচ্ছে:রোহানি
পরবর্তী নিবন্ধটেস্ট র‌্যাংকিংয়ে আটে বাংলাদেশ