স্পোটর্স ডেস্ক:
সুযোগ পেলে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। করোনাভাইরাস অতিমারির মধ্যে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ রমজান) রাজধানীর খিলগাঁও ও তার আশেপাশের বস্তিবাসীদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে আশরাফুলের আদর্শ ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংগঠন।
এরই মধ্যে সরকারিভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে আদর্শ ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংগঠন। এই সংগঠনে সদস্য হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এছাড়াও অন্য সদস্যদের মধ্যে অন্যতম ১৯৯৯ সালের বিশ্বকাপ দলের তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও হাসিবুল হোসেন শান্ত।
সংগঠনটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মজুমদার বলেন, ‘কমলাপুর রেললাইনে খিলগাঁও বস্তিবাসীদের নিয়ে আমাদের কাজ। ওখানে অনেক প্রতিভাবান শিশু রয়েছে। ওদের নিয়ে খেলা থেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে কাজ করার চেষ্টা করছি কিন্তু এর জন্য দরকার অর্থ ও সমাজের হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসার আহ্বান রইলো, ওদের আছে কঠিন দারিদ্রতা, ওদের জন্য কাজ করাটা আমাদের উদ্দেশ্য।’