নিজস্ব প্রতিবেদক : দেশবাসী ঈদুল আজহা উদযাপন করেছেন আজ থেকে পাঁচ দিন আগে। সরকারি ছুটিও শেষ হয়েছে আজ চারদিন হলো। খুব স্বাভাবিকভাবেই কর্মচঞ্চল হয়ে ওঠার কথা রাজধানীর। হয়েছেও তাই। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আগামী শনিবার রোববার লেগে যেতে পারে।
কারণ, সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই এ সপ্তাহ অর্থাৎ, শুক্র/শনিবার পর্যন্ত ছুটি কাটিয়ে শনি/রোববারে কর্মস্থলে যোগ দিতে পারেন।
রাজধানীর কর্মচঞ্চল হয়ে ওঠার প্রভাব পড়েছে রাস্তাঘাট, ফুটপাতে। চলতি সপ্তাহের আজ শেষ কর্মদিবসে, অর্থাৎ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতে-ওভারব্রিজে দোকানপাট খুলতে শুরু করেছে। বেড়েছে পথচারীর সংখ্যা। তবে এখনও অনেক দোকানপাট বন্ধ রয়েছে।
অন্যদিকে যানবাহনও চলছে হরদম। রয়েছে যানজটও। তবে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ি, সিএনজির সংখ্যাই রাস্তায় বেশি। রয়েছে মটরসাইকেলেরও চলাচল।
যদিও করোনার কারণে দেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। প্রতিদিন আক্রান্ত মৃত্যু অব্যাহত থাকলেও আতঙ্ক কমেছে। ফলে করোনার কারণে যারা গ্রামে চলে গেছিলেন, তাদের অনেকেরই এখন রাজধানীতে ফেরার সম্ভাবনা রয়েছে।