ঈদের যুদ্ধবিরতি শেষে আফগানিস্তানে তালিবানের ভয়াবহ হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর ৩০ সদস্যকে হত্যা করেছে তালিবান জঙ্গীরা। আজ বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাদঘিস এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক গভর্নর আবদুল কাফুর মালিকজাই এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈদ উল ফিতরের যুদ্ধবিরতি শেষে এটাই তালিবান জঙ্গীদের প্রথম হামলা। গত রবিবার তালিবানের তিনদিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে।

প্রাদেশিক গভর্নর আবদুল কাফুর মালিকজাই জানিয়েছেন, আজ বুধবার খুব সকালে তালিবান জঙ্গীরা দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়।

এদিকে বাদঘিস প্রাদেশিক কাউন্সিলের প্রধান আবদুল আজিজ বেগ জানান, বালা জেলার একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দিক থেকে বহু সংখ্যক তালিবান এ হামলায় অংশ নেয়।

সূত্র: হিন্দুস্থান টাইমস

পূর্ববর্তী নিবন্ধওজন হ্রাসে সহায়ক সকালের নাস্তা
পরবর্তী নিবন্ধগাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না: সিইসি