এটি নির্মাণ করবেন মিজানুর রহমান আরিয়ান। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সংকটের শেষ নেই। প্রতিদিনই বিভিন্নভাবে শোষণ, বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছে নারীরা। এমনই এক নির্যাতিতা নারীর গল্প নিয়ে নির্মিত হবে ‘প্রিয় নীতু’।
এতে নির্যাতনের শিকার নারীর ভূমিকায় অভিনয় করবেন তিশা। আর তাহসান এক প্রতিবাদী তরুণ।
নাটকের গল্প প্রসঙ্গে আরিয়ান জানান, ধর্ষণের শিকার হন নীতু নামের একটি মেয়ে। আর এ ঘটনায় তোলপাড় শুরু হয়। বিচারের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেন অচেনা এক তরুণ। তিনি তাহসান। আন্দোলনে তারা সফলও হন। ধর্ষণকারীকে বিচারের কাঠগড়ায় নিয়ে যায় প্রশাসন। কিন্তু, এরপর কি ঘটে মেয়েটির ভাগ্যে? তার ব্যক্তিজীবনে কি কোনো পুরুষ আসে? সমাজইবা তাকে কীভাবে গ্রহণ করে? এমন প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে নাটকটিতে। সব মিলিয়ে নাটকটি সময়োপযোগী।
নাটকটির থিম সংয়ে কণ্ঠ দেবেন তাহসান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পের প্লটটাই দারুণ। একেবারে সমসামসয়িক। বেশ কিছু মেসেজও রয়েছে। আশা করি দর্শকরা দেখে নিরাশ হবেন না।’
তিশা বলেন, ‘কিছু কাজ থাকে যেগুলো একেবারেই আলাদা। এটিও তেমন একটি কাজ।’
এ নাটক ছাড়াও ঈদের জন্য তাহসান এবং তিশা উভয়ই আলাদা আলাদাভাবে একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। প্রতিটি চ্যানেলেই তাদের অভিনীত নাটক ও টেলিফিল্ম দেখতে পাবেন দর্শক।