নিজস্ব প্রতিবেদক:
ঈদের দিন ফিলিস্তিনে মুসলমানদের ওপর আক্রমণ হয়েছে, এটি তীব্র নিন্দাজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৪ মে) সকাল ৯টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটিই আল্লাহর কাছে প্রার্থনা। আল্লাহর কাছে প্রার্থনা করি, বাংলাদেশের সব মানুষের জীবনে যেন সুখ-শান্তি-সমৃদ্ধি বয়ে আসে। আমাদের দেশে যে উন্নয়ন চলছে, সমৃদ্ধি আসছে, তা যেন অব্যহত থাকে, আজকের পবিত্র দিনে এটিই প্রার্থনা।
এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।