ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে চাঁদ দেখা কমিটির সভায় ফোন করে ফাউন্ডেশনের পাবনার উপ-পরিচালক চাঁদ দেখার সংবাদ জানান।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জামাদ্দার।

কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সংবাদ আনুষ্ঠানিকভাবে জানাবে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোন
পরবর্তী নিবন্ধফিটনেসবিহীন-মেয়াদোত্তীর্ণ গাড়ি বন্ধের নির্দেশ আইজিপির