ইয়েমেনে সৌদি বাহিনীর সঙ্গে স্থানীয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ভয়াবহ লড়াই হয়েছে। শনিবার এ লড়াইয়ে দু’ পক্ষে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ জন নিহত হয়েছে। খবর পার্সটুডের।
ইয়েমেনের হাসপাতাল সূত্র জানিয়েছে, সানা প্রদেশের নিহম এলাকায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত ও কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে। এছাড়া, ইয়েমেনের পশ্চিম উপকূলে অন্য এক সংঘর্ষে দুপক্ষের ২৫ জন নিহত হয়। পাশাপাশি হুথি যোদ্ধা ও তাদের মিত্র সেনারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাইদা প্রদেশে সৌদি সমর্থিতদের অগ্রযাত্রা রুখে দিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, এ সংঘের্ষ সৌদি বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছে।
এদিকে সানার আরহাব এলাকায় সৌদি বাহিনী এগিয়ে যাচ্ছে বলে যে দাবি করা হয়েছে তা নাকচ করে দিয়েছে হুথি যোদ্ধারা। সৌদি বাহিনী সৌদি সমর্থিত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির পক্ষে সহিংসতা চালাচ্ছে। মানসুর হাদি ২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরবে পালিয়ে গিয়েছিলেন। এরপরই সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। এতে এ পর্যন্ত ১৫ হাজার মতো মানুষ মারা গেছে।