পপুলার২৪নিউজ ডেস্ক:
ইয়াহুর ৫০ কোটি ইমেইল হ্যাকের ঘটনায় দুই রাশিয়ান গুপ্তচরসহ ৪ জনকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) ওই দুই গোয়েন্দা হলেন- দিমিত্রি আলেকসান্দ্রাবিচ (৩) ও ইগোর আনাতোলভিচ (৪৪)।
অভিযুক্তদের বিরুদ্ধে গুগল অ্যাকাউন্ট হ্যাক চেষ্টারও অভিযোগ আনা হয়।
বিচার বিভাগের তথ্যানুযায়ী, নিরাপত্তা বিভাগ, কূটনৈতিক, সেনা কর্মকর্তাদের ইমেইলও তাদের হ্যাকের তালিকায় ছিল।
তাদের এই হ্যাকের উদ্দেশ্য ছিল অনুমতি ছাড়া মেইলগুলো যে কোনো ক্যাম্পেইনে ব্যবহার করা।
এর আগেই অবশ্য ইয়াহু অভিযোগ করেছিল, রাশিয়া সরকারি পৃষ্ঠপোষকতায় বড়সড় এই ইমেইল হ্যাকের ঘটনা ঘটায়।