ইয়াবা ব্যবসায়ীদের ৫ দিনের আল্টিমেটাম বদির

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, টেকনাফে যারা ইয়াবা ব্যবসায় জড়িত তাদের পাঁচদিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। কেউ আত্মসমর্পণ না করলে এলাকা ছাড়তে হবে। তাদের কোনো রেহাই নেই। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।

শুক্রবার বিকেলে টেকনাফ চৌধুরী পাড়ায় নিজ বাস ভবনে তার স্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে আসা এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য শাহিন আকতার ইয়াবা কারবারিদের হুঁশিয়ারি করে বলেন, আত্মসমর্পণ না করলে তাদের দেশ ছাড়তে হবে। এলাকায় তাদের কোনো রেহাই নেই। কোনো ইয়াবা ব্যবসায়ী এলাকায় থাকতে পারবে না। হয় ভালো হয়ে যেতে হবে, না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, মাদক-ইয়াবা ব্যবসাসহ সব ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব। ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে লড়াই চলবে।

এ সময় টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. রফিক উদ্দিন, জেলা ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইউনুছ বাঙালি, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মো. আজিজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য সোনালী, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, পৌরসভার প্যানেল মেয়র-৩ কহিনুর আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধা-৩ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
পরবর্তী নিবন্ধট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত