গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ইয়াবাসহ মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল রহমান রিমুকে (২৭) গ্রেফতার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার জলিরপাড় ব্রীজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই লাভলু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জলিরপাড় ব্রীজের কাছে অভিযান চালানো হয়। এসময় ব্রীজের নীচ থেকে ৫ পিস ইয়াবাসহ আজিজুল রহমান রিমুকে গ্রেফতার করা হয়। সে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ছেলে।