পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ইসি নিয়োগে আইন তৈরির দাবিতে করা এক রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, আইন সচিব ও বাংলাদেশের নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য গঠিত সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে শনিবার হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। এতে সার্চ কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।
এর আগে ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে গত ১১ জানুয়ারি হাইকোর্টে একটি রিট করেন ইউনুস আলী আকন্দ। রিট আবেদন ও সম্পূরক আবেদনের ওপর একই সঙ্গে শুনানি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ইউনুস আলী আকন্দ বলেন, রিটের সঙ্গে সার্চ কমিটির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছিল। কিন্তু আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেয়া হয়েছে। কমিটি যে প্রস্তাব করবে রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে পাঁচজনকে নিয়োগ দেবেন।
১১ জানুয়ারি যে রিট আবেদনটি করা হয়েছে তাতে নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়। রিটে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ তুলে ধরে ইসি নিয়োগে আইন তৈরির দাবি জানানো হয়।